অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি

ইউরোপ ব্যুরো
ঢাকাটাইমস
| আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:২৬ | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৯, ১৭:৪১

ইউরোপ প্রবাসী সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব-আয়েবাপিসি’ তাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

মঙ্গলবার ইতালির রোমে স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দেশের সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের মধ্যদিয়ে আয়েবাপিসির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এসময় ইউরোপ প্রবাসী সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে বলে মন্তব্য করেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক লুৎফর রহমান। ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে দেশ এবং প্রবাসীদের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিনের পরিচালনায় সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকালে আয়েবাপিসির গ্রুপে সংগঠনের সাধারণ সম্পাদক বকুল খানসহ নেতাকর্মীরা অনলাইন এ বক্তব্য দেন।

অনুষ্ঠানে এটিএন বাংলার ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ, ৭১ টিভির ইতালি প্রতিনিধি লাবন্য চৌধুরী, বাংলা টিভির রোম প্রতিনিধি হুমায়ূন কবির, চ্যানেল এস’র নাপোলি প্রতিনিধি মিনহাজ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা:

সভাপতি- মনিরুজ্জামান মনির (এনটিভি-ইতালি ব্যুরো প্রধান), সিনিয়র সহসভাপতি- হাবিবুর রহমান হেলাল (চ্যানেল আই, জার্মানি প্রতিনিধি), সহসভাপতি- আবু তাহির (এনটিভি- ফ্রান্স ব্যুরো প্রধান), জাকির হোসেন সুমন (যমুনা টিভি-ইতালি প্রতিনিধি), লাবণ্য চৌধুরী (৭১ টিভি- ইতালি প্রতিনিধি), ফেরদৌস করিম আখনখজি (নিউজ২৪ ফ্রান্স), বনি হায়দার মান্না (এটিএন বাংলা-স্পেন প্রতিনিধি), সেলিম আলম (এনটিভি- স্পেন ব্যুরো প্রধান), জাহিদ মোমিন চৌধুরী (এনটিভি-আয়ারল্যান্ড), সেলিম উদ্দিন (বাংলা টিভি, পর্তুগাল), মোহাম্মদ নূরুল্লাহ (সরাসরি, পর্তুগাল), জাহিদ আলম মাসুদ (যমুনা টিভি- স্পেন)।

সাধারণ সম্পাদক- বকুল খান (ডিবিসি- স্পেন প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন (মাসিক প্রজন্ম, ইতালি), নয়ন মামুন (এনটিভি- প্যারিস প্রতিনিধি-ফ্রান্স), তাফাজ্জল তপু, (এনটিভি, পালেরমো প্রতিনিধি-ইতালি), আজিজুর রহমান (সুরমা নিউজ ফ্রান্স), ইফাত ইনা (বাংলা ভিশন-হল্যান্ড প্রতিনিধি), দবির তালুকদার (বিবিসি 71, স্পেন), ফেরদৌসি পলি (এনটিভি, মিলান প্রতিনিধি-ইতালি), জাকির হোসেন (প্রভাতের ডাক-ফ্রান্স)।

কোষাধ্যক্ষ- আবুল কালাম মামুন (ঢাকা টাইমস, ফ্রান্স), সহ-কোষাধ্যক্ষ- জুমানা মাহমুদ (সময় টিভি- ইতালি প্রতিনিধি)।

সাংগঠনিক সম্পাদক- নাঈম হাসান (নিউজ ২৪, পর্তুগাল প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক- হাসান তামিম-(ঢাকাটাইমস,অস্ট্রিয়া), সাংগঠনিক সম্পাদক- (ইতালি), ইসমাইল হোসেন স্বপন- (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক-(ফ্রান্স) মিজানুর রহমান, বিয়ানী বাজার।

দপ্তর সম্পাদক- আল আমিন (বাংলা ভিশন, মিলান-ইতালি), সহদপ্তর সম্পাদক- বেলাল আহম্মেদ (এনটিভি-পর্তুগাল), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- সোহেল চৌধুরী (এনটিভি, অস্ট্রিয়া), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- নুরুল আলম জনি (এনটিভি, রোম-ইতালি), প্রচার সম্পাদক- হুমায়ুন কবির (বাংলা টিভি, ইতালি)।

সহপ্রচার সম্পাদক- রেজাউল করিম (ডিবিসি ফ্রান্স), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- ফখরুদ্দিন রাজি (বাংলা স্টেটমেন্ট ডটকম, স্পেন), সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক- সাইফুর রহমান (প্রবাসের ডাক- মাদ্রিদ-স্পেন), ধর্ম বিষয়ক সম্পাদক- জহিরুল ইসলাম (সময় নিউজ ডটকম, গ্রীস), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক- রাসেল আহমেদ (বাংলা টিভি- ফ্রান্স প্রতিনিধি) ,মহিলা বিষয়ক সম্পাদক- পলি আক্তার (সাপ্তাহিক চন্দনা, ইতালি প্রতিনিধি), সহ-মহিলা বিষয়ক সম্পাদক- জেবুন্নেসা হারুন (সময় নিউজ ডটকম- বার্সেলোনা স্পেন), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- ওয়াসি উদ্দিন (ঢাকাটাইমস, স্পেন), সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মো. উল্লাহ সোহেল (বাংলা ভিশন, ভেনিস-ইতালি), তথ্য সম্পাদক- মিনহাজ হোসাইন (এসএন টিভি-ইতালি), সহ-তথ্য সম্পাদক- রহুল আমিন (ইউরো বাংলা টিভি, ফ্রান্স), ক্রীড়া সম্পাদক- আহমেদ শাহজাহান (এনটিভি, বেলজিয়াম), সহ-ক্রীড়া সম্পাদক- নূরুল আলম (ফ্রান্স দর্পন), অভিবাসন বিষয়ক সম্পাদক- আরশাদ হুসেন সুমন (জনমত, পর্তুগাল), সহ-অভিবাসন বিষয়ক সম্পাদক- রাজিব দাশ (সময় নিউট ডটকম, মাল্টা), সমাজসেবা বিষয়ক সম্পাদক- মহিউদ্দিন হারুন (ডিবিসি, বার্সেলোনা-স্পেন), সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক- আমান আবদুল গাফ্ফার (সময় নিউজ ডটকম, সুইজারল্যান্ড), সম্মানিত সদস্য হাসান মাহমুদ (এটিএন বাংলা, ইতালি), শাওন আহমেদ (বাংলা টিভি, ইতালি), এনায়েত হোসেন সোহেল (আইঅন টিভি, ফ্রান্স), এমদাদুল হক (চ্যানেল আই, ইতালি), কমরেড খোন্দকার (ঢাকাটাইমস,ইউরোপ ব্যুরো প্রধান), এমএম হক রাজু (সময় নিউজ ডট কম, ইতালি), তারিকুল হাসান আশিক (সময় টিভি, পর্তুগাল), এসকে মনোয়ার নাহিদ (চ্যানেল ২৪ পর্তুগাল), এ কে এম.জহিরুল ইসলাম (দেশকন্ঠ, স্পেন), মাইনুল আবেদীন (আইঅন টিভি, বার্সেলোনা-স্পেন), সৈয়দ তানভীর মোজাম্মেল শোভন (আইঅন টিভি, পর্তুগাল)।

গত এপ্রিলে ইতালির রোমে অভিজাত হোটেলে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :