ডোমিঙ্গোর পরিকল্পনায় সন্তুষ্ট বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাঢাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৯, ২১:১২

নতুন কোচ খুঁজতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সামনেই আফগানিস্তান সিরিজ। তার আগেই জাতীয় দলের জন্য কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। বুধবার প্রথম ব্যক্তি হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচের প্রেজেন্টেশন সন্তুষ্টও করেছে দেশের ক্রিকেট কর্মকর্তাদের।

বুধবার বেলা তিনটায় বেক্সিমকো কার্যালয়ে যান ডোমিঙ্গো। সে সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ডের সব পরিচালক ছিলেন সেখানে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ডোমিঙ্গোর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে কর্মকর্তাদের। সাংবাদিকরা অবশ্য দক্ষিণ আফ্রিকান অতিথির দেখা পাননি। সাক্ষাৎকার শেষে চুপিসারে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন ডোমিঙ্গো।

পরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তিনি (ডোমিঙ্গো) বাংলাদেশের ক্রিকেট নিয়ে কী ভাবছেন সেটাই পরিবেশন করেছেন। কীভাবে কাজ করবেন সে বিষয়ে তার সঙ্গে আমাদের খোলামেলা কথা হয়েছে। আমরা তার প্রেজেন্টেশনে সন্তুষ্ট। তিনি খুবই পেশাদার আর কোয়ালিফাইড কোচ, দক্ষিণ আফ্রিকার জাতীয় দল নিয়ে দীর্ঘ দিন কাজ করছেন।’

২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত প্রোটিয়াদের কোচের দায়িত্বে থাকা ডোমিঙ্গো ছাড়াও দুজন কোচ আছেন বিসিবির তালিকায়। এ ব্যাপারে জালাল ইউনুসের বক্তব্য, ‘আমাদের হাতে তিন জনের নাম আছে। আজকে রাসেল ডোমিঙ্গো ইন্টারভিউ দিয়েছেন। বাকি দুজনের সঙ্গেও যোগাযোগ হচ্ছে। তারা হয়তো তিন/চার দিনের মধ্যে আসবেন। তবে তাদের নাম এখনই বলতে চাই না।’

এ মাসের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিতে আশাবাদী বিসিবি। মিডিয়া কমিটির চেয়ারম্যান বললেন, ‘আশা করি ১০/১২ দিনের মধ্যে প্রধান কোচ নিয়োগ হয়ে যাবে।’

(ঢাকাটাইমস/৭আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :