ময়মনসিংহে পাসপোর্ট অফিসের দালালের দণ্ড

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৯, ২২:১২

ময়মনসিংহে আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক দালালকে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার সরকারি অফিসে উৎপাত এবং দালালির দায়ে মফিজ মিয়াকে পনের দিনের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী হাকিম মোস্তাফিজুর রহমান ।

এদিন দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম অভিযান পরিচালনা করে মফিজ মিয়াকে গ্রেপ্তার করে।

মফিজ কিশোরগঞ্জ জেলার একরামপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র।

দুদকের পক্ষ থেকে ব্রাঞ্চ টিম সহকারী পরিচালক বজলুর রশিদ, উপ-সহকারী পরিচালক এনামুল হক ও নাজমুল হুদা অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট অভিযোগ মফিজের সাথে পাসপোর্ট অফিসের কেউ জড়িত আছে কিনা তা আমরা তদন্ত করে দেখব বলে জানান দুদকের বজলুর রশিদ।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :