দুই নবজাতকের ঠাঁই হলো আগৈলঝাড়ার বেবি হোমে

বরিশালের বিভাগীয় বেবি হোম আগৈলঝাড়ায় ঠাঁই হয়েছে পাঁচ দিন ও তিন দিনের দুই নবজাতক কন্যার। বুধবার দুপুরে ওই দুই নবজাতককে বেবি হোমের উপ-তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়। এখন থেকে বেবিহোমেই বেড়ে উঠবে তারা।
এদের মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয়া ফাহিমা বরিশাল নিরাপদ আবাসন কেন্দ্রের বাসিন্দা বাকপ্রতিবন্ধীর কন্যা। আর কুলসুমের জন্ম হয় পিরোজপুর হাসপাতালে। সেখানে মানসিক প্রতিবন্ধী মা শিশুটিকে জন্ম দিয়ে পালিয়ে যান। হাসপাতলের রেজিস্ট্রারে মায়ের নামে জায়গায় লেখা রয়েছে শাবনুর।
বরিশালের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় উজিরপুর উপজেলা থেকে নিরাপদ আবাসনে পাঠানো হয় মানসিক ও বাকপ্রতিবন্ধী মহিলাকে। পাঁচ দিন আগে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। জন্ম নেয়ার পর নবজাতকের নাম রাখা হয় ফাহিমা। কিন্তু প্রতিবন্ধী মায়ের পক্ষে নবজাতককে লালন-পালন সম্ভব না হওয়ায় ফাহিমাকে বরিশাল বিভাগীয় বেবি হোম আগৈলঝাড়ায় হস্তান্তর করা হয়।
পিরোজপুর জেলা প্রবেশন কর্মকর্তা জাকির হোসেন হাওলাদার জানান, তিন দিন আগে পিরোজপুর সদর হাসপাতালে শাবনুর নামে মানসিক বিকারগ্রস্ত অন্তঃসত্ত্বা নারী ভর্তি হয়ে একটি কন্যা সন্তান প্রসব করেন। হাসপাতাল থেকে নবজাতকের নাম রাখা হয় কুলসুম। সন্তান প্রসবের পরে ওই মা পালিয়ে যান।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় বেবি হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, সাত মাস বয়সে ফহিমা জন্ম হওয়ায় সে কিছুটা অসুস্থ রয়েছে। চিকিৎসক ডেকে তার পরামর্শে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হবে। আর কুলসুম পুরোপুরি সুস্থ।
(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সুনামগঞ্জে গাছ থেকে পড়ে এক ব্যক্তি নিহত

পর্যায়ক্রমে সবাই ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

নৌকার বিজয়ে মুক্তিযোদ্ধা-মুক্তিযোদ্ধার সন্তানদের ভূমিকা রাখতে হবে’

এই নির্বাচন কমিশন শেখ হাসিনার রাবার স্টাম্প: রিজভী

‘মরণের আগে শেষ ভোট দিয়ে গেলাম’

বিনায় কাজের দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ

পৌর নির্বাচন: পিতার প্রচারণায় সাত বছরের ছেলে

গরুর ঘরে বৃদ্ধা শান্তি রানীর বসবাস

দাগনভূঞা পৌর নির্বাচনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
