বিশ্ব কাঁপানো সেরা ১০ স্মার্টফোন কোম্পানি

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৯, ১১:২৯ | আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ১৩:২১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বের যতগুলো কোম্পানি আছে তার মধ্যে শীর্ষে আছে স্যামসাং। এর পরেই আছে হুয়াওয়ে এবং অ্যাপল। চীনের রাইজিং স্টার শাওমিও আছে সেরা দশের তালিকায়। জেনে নিন বিশ্বের সেরা স্মার্টফোন কোম্পানির খবর।
 
স্যামসাং
গোটা বিশ্বের স্মার্টফোন বাজারে এক নম্বর স্থানে রয়েছে স্যামসাং। বিশ্বের স্মার্টফোন বাজারের ২১.৩ শতাংশ দখল করে রয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

হুয়াওয়ে
মোট স্মার্টফোন বিক্রির নিরিখে বিশ্বে দুই নম্বরে রয়েছে চীনের স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের ১৫.৮ শতাংশ দখল করে রয়েছে চীনা কোম্পানিটি।

অ্যাপেল
সম্প্রতি গোটা বিশ্বে অ্যাপেল আইফোনের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। তাই স্মার্টফোন বাজারে তিন নম্বরে নেমে এসেছে ক্যালিফোর্নিয়ার কোম্পানিটি। এই মুহুর্তে বিশ্বব্যাপী বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ১০.৩ শতাংশ অ্যাপেল আইফোন।

শাওমি
বিশ্বের স্মার্টফোন বাজারে চার নম্বরে রয়েছে শাওমি। বিশ্বের স্মার্টফোন বাজারের ৯ শতাংশ দখল করে রয়েছে বেইজিংয়ের কোম্পানিটি।

অপো
পাঁচ নম্বরে রয়েছে অপো। কোম্পানির বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে শেয়ার ৮.১ শতাংশ।

ভিভো
বিশ্ব বাজারের ৭.৫ শতাংশ দখল করে বিশ্বের ছয় নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ভিভো।

মটোরোলা ও লেনোভো
৬ শতাংশ মার্কেট শেয়ার সহ বিশ্বের সপ্তম বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড মটোরোলা ও লেনোভো।

এলজি
২.২ শতাংশ মার্কেট শেয়ার সহ বিশ্বের অষ্টম বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড এলজি।

নকিয়া
এই মুহুর্তে নয় নম্বরে রয়েছে নকিয়ার প্যারেন্ট কোম্পানি এইচএমডি।

রিয়েলমি
চীনের স্মার্টফোন বাজারে দুর্দান্ত সাফল্যের ফলে ইতিমধ্যেই প্রথম দশে উঠে এসেছে চীনের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।