টিপস

স্থায়ীভাবে ফেসবুক ডিলিট করতে চান?

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৯, ১১:৪৭ | আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ১২:০০

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইস

সোশ্যাল মিডিয়ায় আসক্তি আজকের সমাজে এক বড় সমস্যা। অনেকেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার কথা ভেবেছেন। কিন্তু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা গেলেও খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা যায় না। এছাড়াও গত এক বছরে একাধিকবার ফেসবুকের বিরুদ্ধে গ্রাহকের ব্যক্তিগত তথ্য পাচারের অভিযোগ উঠেছে। সেই কারনেও অনেকে ফেসবুক ছাড়ার কথা ভেবেছেন।

 খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা যায়। তবে চাইলেই যে কোন সময় নিজের ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করে আবার অ্যাকটিভ করা যায়। যদিও পাকাপাকিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা সম্ভব।

ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবেন কীভাবে?

স্টেপ ১। ব্রাউজারে https://www.facebook.com/deactivate/ ওপেন করুন।

স্টেপ ২। 'সেটিংস’ সিলেক্ট করুন।

স্টেপ ৩। 'জেনারেল’ সিলেক্ট করুন।

স্টেপ ৪। 'ম্যানেজ ইওর অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। এখানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার অপশান পাবেন।

পরে যদি কখনও মনে হয় ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারের প্রয়োজ নিজের ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করলেই আবার অ্যাকাউন্ট অ্যাকটিভ হয়ে যাবে। তবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে কোন ব্যক্তিগত তথ্য ডিলিট হয় না।

ফেসবুক অ্যাকাউন্ট পাকাপাকিভাবে ডিলিট করবেন কীভাবে?

স্টেপ ১। ওয়েব ব্রাউজারে ফেসবুকে লগ ইন করে ডান সিকে উপরে অ্যাকাউন্ট মেনুর নিচের দিকের তীর চিহ্নে ক্লিক করুন।

স্টেপ ২। 'সেটিংস’ সিলেক্ট করুন।

স্টেপ ৩। বাঁ দিকে প্যানেলে ফেসবুক ইনফরমেশন সিলেক্ট করুন।

স্টেপ ৪। এখানে 'ভিউ’ বাটন সিলেক্ট করুন।

স্টেপ ৫। এর পরে 'ডিলিট মাই অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।

স্টেপ ৬। এবার অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে দিন।

চাইলে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আগে অ্যাকাউন্টের সব তথ্য ডাউনলোড করে নিতে পারবেন। ফেসবুকের তথ্য ডাউনলোড করতে নীচের পদ্ধতি ফলো করুন।

স্টেপ ১। Facebook.com/settings ওপেন করুন।

স্টেপ ২। 'ডাউনলোড কপি অফ ইওর ফেসবুক ডেটা’ সিলেক্ট করুন।

স্টেপ ৩। 'ডাউনলোড আর্কাউভ’ সিলেক্ট করুন।

স্টেপ ৪। কিছু সময় অপেক্ষা করার পরে ফেসবুক আপনাকে জানাবে আর্কাইভ প্রস্তুত হয়ে গিয়েছে।

স্টেপ ৫। এবার 'ডাউনলোড আর্কাইভ’ সিলেক্ট করুন।

(ঢাকাটাইমস/৮আগস্ট/এজেড)