ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে সচেতনতা অভিযান

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৯, ১৬:৩১

মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে সচেতনতা অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে পৌর শহরে চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ শেষে আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সিভিল সার্জন ডা. সামস্ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খাজা শামছুল আলম, রাজা চৌধুরী, জেলা পরিষদের সদস্য সুমন কুমার সাহা, মিজানুর রহমান উপজেলা ভাইস-চেয়ারম্যান অশোক কুমার ঠাকুরসহ অন্যরা।

লিফলেটে ডেঙ্গু চেনার উপায়, ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায় ও করণীয় বিষয়ে তুলে ধরা হয়।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পথচারীদের সঙ্গে কথা বলে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার জন্য আহ্বান জানান।

(ঢাকাটাইমস/৮আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :