ম্যানইউ ছেড়ে ইন্টারে লুকাকু

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৯, ১৬:৪৫

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইন্টার মিলানে পাড়ি জমাচ্ছেন রুমেলু লুকাকু। বেলজিয়ান স্ট্রাইকারকে কিনতে ৮০ মিলিয়ন খরচ করছে ইতালিয়ান জায়ান্টরা।

গত জুলাইয়ে লুকাকুর জন্য ৬০ মিলিয়ন ইউরো অফার করেছিল ইন্টার। কিন্তু অফার ফিরিয়ে দিয়েছিল ম্যানইউ। এরপর বুধবার (৭ আগস্ট) লুকাকুর এজেন্ট ফেদেরিকো পাস্তোরেয়ো পরবর্তী অফার নিয়ে লন্ডনে হাজির হন। সেখানে আলোচনা শেষে ইনস্টাগ্রামে এক পোস্ট করে তিনি চুক্তির কথা প্রকাশ করেছেন।

ইন্টার ছাড়াও লুকাকুকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল জুভেন্টাসও। কিন্তু বাজিমাত করল ইন্টার। মূলত ইন্টারের বর্তমান কোচ অ্যান্তোনিও কন্তের আগ্রহের কারণেই লুকাকুর এই দলবদল সম্ভব হলো। এর আগে চেলসির কোচ থাকার সময়ই লুকাকুর প্রতি তার আলাদা নজর ছিল।

এদিকে লুকাকুর শূন্যস্থান পূরণের জন্য জুভেন্টাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মান্দজুকিচকে কেনার চেষ্টা করছে ম্যানইউ।

২০১৭ সালে এভারটন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন লুকাকু। বয়স ২৪ হওয়ার আগেই প্রিমিয়ার লিগে ৮০ করে তিনি মাইকেল ওয়েন, রোবি ফাওলার এবং ওয়েন রুনির কাতারে নাম লেখান।

ইউনাইটেডের হয়ে অভিষেক মৌসুমেই ২৫ গোল করে চমকে দিয়েছিলেন লুকাকু। ১৯৯২-৯৩ মৌসুমের পর ইউনাইটেডের মাত্র ১১তম খেলোয়াড় হিসেবে তিনি এই কীর্তি গড়েছিলেন।

সবমিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ৯৬ ম্যাচে লুকাকুর গোল ৪২টি। তবে গত মৌসুমের অধিকাংশ সময় দ্বিতীয়ার্ধে নামতে দেখা গেছে। একাদশে তার স্থান দখল করেছিলেন ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড।

(ঢাকাটাইমস/৮জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :