সিএনজির ধাক্কায় ধরা পড়লেন মাদককারবারি

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৯, ১৭:০৩

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে সিএনজি অটোরিকশার ধাক্কা খেয়ে আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদককারবারি পুলিশের হাতে আটক হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর মহাড়কের সদরপুর বীলপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুর রশিদ মেহেরপুর উপজেলার গাংনী থানার আব্দুস সালামের ছেলে।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুুপুরে মেহেরপুর থেকে আসা কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেলকে সদরপুর বীলপাড়া এলাকায় একটি সিএনজি ধাক্কা দেয়। এতে মোরটসাইকেল চালক রাস্তার পাশে ছিটকে পড়ে যান। স্থানীয়রা মোটরসাইকলে চালককে উদ্ধার করেন। এসময় তার মোটরসাইকেলে সাজানো ৪৬ বোতল ফেনসিডিল দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪৬ বোতল ফেনসিডিলসহ আব্দুর রশিদকে আটক করে।

তার বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় এসআই বোরহান।

ঢাকাটাইমস/০৮আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :