ভোলায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার ৪

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৯, ১৭:১৬

ভোলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ইয়াছিনকে তার তিন সহযোগিসহ আটক করা হয়েছে।

বুধবার দিবাগত মধ্যরাতে শহরের আবাসিক হোটেল গ্রান্ড আজহার থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি ধাড়ালো বগি দাঁসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়ছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদ নগর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (২৮) ও একই এলাকার তার সহযোগী মো. পারভেজ (২৫), মো. রুবেল মিয়া (৩০) ও সুমন (২৪)।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ভোলার শহরের প্রায় ২৪টি হোটেলে একযোগে অভিযান চালানো হয়। এ সময় মহাজন পট্টি আবাসিক হোটেল গ্রান্ড আজাহার থেকে আন্তঃজেলা ঢাকাত দলের প্রধান ইয়াছিন ও তার তিন সহযোগিকে আটক করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ সময় এদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ডাকাতির মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চুরির মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকাটাইমস/০৮আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :