বনের হনুমান লোকালয়ে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৯, ২১:৩২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যান্ত লোকালয়ে একটি বিরল প্রজাতির হনুমানের দেখা মিলেছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার দিনভর হনুমানটিকে তাড়া করছেন এলাকাবাসী। এ সময় লোকজনের ভয়ে হনুমানটি একটি মোবাইল ফোনে টাওয়ারে উঠে আশ্রয় নেয়। পরিবেশ বিপর্যয় ও খাদ্য সঙ্কটের কারণে হুনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে অনেকে ধারণা করছেন।

বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের খালখুলা বাজারে হনুমানটির দেখা মিলেছে। এক নজর দেখার জন্য কৌতূহলীরা বৃষ্টি উপেক্ষা করে রীতিমত টাওয়ারের পাশে ভিড় করছে। কেউ দৃষ্টি আকর্ষণের জন্য ভেংচিসহ নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছে।

স্থানীয় ফয়সাল আহমেদ জানান, সকালে একটি হুনুমান লোকজনের চোখে পড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মধ্য একটি দোকানের চালের উপর বসে থাকতে। এলাকায় নতুন প্রাণি দেখে কৌতূহলী শিশুসহ নানা বয়সের লোকজন প্রাণিটির পিছু লাগে। শিশুরা আনন্দ পেয়ে কারণে-অকারণে হনুমানটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছে। ফলে হুনুমানটির মনে ভীতির সঞ্চার হচ্ছে। প্রতিকূল পরিবেশে ভিত হুনুমানটি এক গাছ থেকে অন্য গাছে ছোটাছুটি করছে। একপর্যায়ে বিকালে টাওয়ারে উপর উঠে পড়ে।

এ বিষয়ে রাজশাহী প্রাণী সংরক্ষণ অধিপ্তরের যোগাযোগের চেষ্টা করা হলে ফোন না ধরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/৮আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :