শিমুলিয়া ঘাটে অপেক্ষায় চার শতাধিক গাড়ি

আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৯, ১২:০৯

বৈরী আবহাওয়ার পর পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে যাত্রী ও ছোট গাড়ি পারাপার হলেও ঘাটের দুই পাড়ে অপেক্ষায় রয়েছে চার শতাধিক গাড়ি। এর মধ্যে আছে শতাধিক মালবাহী ট্রাক। ঘাট পার হতে দীর্ঘসময় অপেক্ষা করায় দুর্ভোগে পড়েছেন বাড়িফেরা মানুষ।

ঈদের ছুটির কারণে শুক্রবার সকাল থেকেই ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের যাতায়াতের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে। সকাল থেকেই যাত্রীবোঝাই অনেক গাড়ি নদী পারের অপেক্ষায় ভিড় করছে ঘাটে।

বিআইডব্লিউটিসি মাওয়া ঘাট সূত্রে জানা গেছে, বৈরি আবহাওয়ার কারণে গত দুই দিন স্বাভাবিক ফেরি চলাচল ব্যাহত হলেও শুক্রবার দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। এর মধ্যে চারটি রো রো, চারটি কে-টাইপ, দুটি মাঝারি, ছয়টি ডাম্প ও একটি ছোট ফেরি চলাচল করছে।

মাওয়া ট্রাফিক ফাঁড়ির পরিদর্শক মো. হেলাল উদ্দিন ঢাকাটাইমসকে জানান, ঘাটে যানবাহনের চাপ অস্বাভাবিক নয়, আবার স্বাভাবিকও বলা যাচ্ছে না। তবে মোটামুটি ভালো। শুক্রবার সকাল থেকেই যাত্রীবাহী গাড়ি বেশি আসছে। ঘাটে আসা গাড়িগুলো পার্কিং এলাকায় অপেক্ষা করার পর একেএক ফেরিতে উঠানো হচ্ছে।

বিআইডব্লিউটিসি মাওয়া উপ-মহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী ঢাকাটাইমসকে জানান, আবহাওয়া ভালো থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চালু রয়েছে। মালবাহী কোনো গাড়ি পার করছি না। শুধু যাত্রী ও যাত্রীবাহী ছোট গাড়ি পারাপার হচ্ছে। ঘাটে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। পর্যায়ক্রমে সব গাড়িই পার করা হবে।

এদিকে শিমুলিয়া ঘাট হয়ে পদ্মায় লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘরমুখী মানুষ লঞ্চ ও স্পিডবোটযোগে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে।

ঢাকাটাইমস/৯আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :