তিন ঘণ্টা পর উত্তরের পথে ট্রেন চলা শুরু

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৭:৫২ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৯, ১৬:৫৪

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে প্রায় তিন ঘণ্টা পর উত্তরের পথে ট্রেন চলা পুনরায় শুরু হয়েছে।

উদ্ধার কাজ শেষে শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ট্রেনটি দুর্ঘটনাস্থল ছেড়ে যায়।

এর আগে দুপুর সোয়া একটার দিকে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায়।

সকাল পৌনে সাতটার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে ট্রেনটি। সোয়া একটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাশে যাওয়ার পর ট্রেনটির দুটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশি) মিজানুর রহমান রেল যোগাযোগ চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/৯আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :