সিলেট সিটিতে কোরবানির জন্য ৩০টি স্থান নির্ধারণ

সিলেট ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৯, ১৯:৪৮

পবিত্র ঈদুল আজহায় এবার পশু কোরবানির জন্য নগরীর ২৭টি ওয়ার্ডে ৩০টি স্থান নির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। অন্যান্য বছরের মতো এবারও নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার সিসিকের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহায় এবছর নগরীর ২৭টি ওয়ার্ডের ৩৬টি স্থানে কোরবানির পশু জবাই করার কথা থাকলেও সর্বশেষ ৩০টি স্থানে পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এসব স্থান নির্ধারণ করা হয়।

নির্ধারিত পশু জবাইয়ের স্থানগুলো হলো- ১নং ওয়ার্ডের ৩০-অর্ণব, মীরের ময়দান, ২নং ওয়ার্ডের প্রহরী আ/এ পুরাতন মেডিকেল কলোনী, ৩নং ওয়ার্ডের ডা. গার্ডেন কাজলশাহ, পুকুরপাড়, ৪নং ওয়ার্ডের আম্বরখানা সরকারী কলোনী মাঠ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, বাসা নং ৬৯,আম্বরখানা বড় বাজার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয় চৌকীদেখী,এয়ারপোর্ট রোড, ৭নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, ১০৯ ঐক্যতান পশ্চিম পীরমহল্লাহ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, কালিবাড়ি, ৯নং ওয়ার্ডের জবাইখানা, এতিম স্কুল রোড, বাগবাড়ী, ১০নং ওয়ার্ডের কলাপাড়া ওয়ার্কশপের মাঠ ঘাসিটুলা, একই ওয়ার্ডের নবাব রোড, পিডিবি কোয়াটার, ১১ নং ওয়ার্ডের লালাদিঘীর পাড় কাউন্সিলর কার্যালয়, ১২নং ওয়ার্ড কাউন্সিলর এর বাসা সংলগ্ন স্থান, শেখঘাট, ১৩ নং ওয়ার্ড কাজীর বাজার মাদ্রাসা মাঠ, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর এর বাসা সংলগ্ন স্থান, ছড়ারপার, একই ওয়ার্ডের জেলা প্রশাসকের কার্যালয় মাঠ, ১৫নং ওয়ার্ডের শাহজালাল জামিয়া স্কুল এন্ড কলেজ মাঠ, মিরাবাজার, ১৬নং ওয়ার্ডের সওদাগর টুলা মাঠ, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলরের বাসা সংলগ্ন খোলা স্থান, কাজীটুলা, ১৮নং ওয়ার্ডের মেয়র মহোদয়ের বাসার সামনের মাঠ,কুমারপাড়া, ১৯নং ওয়ার্ডের দপ্তরীপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ, ২০নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী (রহ.) উচ্চ বিদ্যালয় মাঠ, ২১নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ২২নং ওয়ার্ডের ব্লক- এ, রোড নং-৭, শাহজালাল উপশহর, একই ওয়ার্ডের ব্লক- আই, খেলার মাঠ, শাহজালাল উপশহর,২৩নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, মাছিমপুর, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর এর বাসা সংলগ্ন স্থান প্রতিশ্রুতি-৮০, কুশিঘাট, গাজী বুরহান উদ্দিন রোড, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এর বাসা সংলগ্ন স্থান, বঙ্গবীর রোড, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর এর বাসা সংলগ্ন স্থান, কদমতলী ও ২৭নং ওয়ার্ডের আলমপুর বিভাগীয় কমিশনারের বাস ভবন সংলগ্ন স্থান।

নির্ধারিত এসব স্থানে পশু জবাই করে বর্জ্য যত্রতত্র না ফেলে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে রাখতে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকাটাইমস/০৯আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :