ডেঙ্গুতে ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৯, ২৩:০৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম অপি রানী রায় (১৭)

ঠাকুরগাঁও থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ নিয়ে ঠাকুরগাঁওয়ের দুইজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন।

অপি রানী রায় জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা গ্রামের অনুকুল চন্দ্র রায়ের একমাত্র মেয়ে। তিনি

এবার রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করে ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার জন্য ঢাকা ফার্মগেটে উদ্ভাস কোচিং সেন্টারে ভর্তি হন। সেখানে থাকাকালে সে ডেঙ্গু রোগে আক্রান্ত হন।

অপি রানী রায়ের নিকটাত্মীয় ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর অঞ্জিলি রানী রায় বলেন, অপি রানী রায় গত ৪ আগস্ট ঢাকা থেকে জ্বর নিয়ে ঠাকুরগাঁওয়ে ফিরে আসে। ৫ আগস্ট ডেঙ্গু পরীক্ষায় সে তার দেহে ডেঙ্গু রোগ ধরা পড়লে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দিনাজপুরের বীরগঞ্জে যাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক ফারহানা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত ৬ আগস্ট একই উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে মাদরাসা ছাত্র রবিউল ইসলাম (১৭) দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনিও ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ড. প্রভাষ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/০৯আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

রায় জালিয়াতি: শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

কেএনএফ চাইলে সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় আসতে পারে, বান্দরবানে র‌্যাব ডিজি

শ্রীপুরে খালে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

গড়াই নদে ডুবে ভাই-বোনের মৃত‌্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :