বালিশের ভেতরে স্বর্ণ ও ইয়াবা, রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১০:০১ | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৯, ০৯:৫৯

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ মো. রফিক নামে ৩৫ বছর বয়সী এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার রাতে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবির এলাকা থেকে ইয়াবা ও স্বর্ণালঙ্কারসহ তাকে আটক করা হয়। আটক রফিক টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের নীর আহাম্মদের ছেলে।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমা. এম সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লেদা রোহিঙ্গা শিবির এলাকায় রাস্তার পাশের একটি ঘরে অবৈধভাবে স্বর্ণ মজুদের গোপন খবর পেয়ে তারা অভিযান চালাতে যায়। এ সময় এক রোহিঙ্গার বালিশের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণালঙ্কার শুল্ক স্টেশনে এবং ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে।

ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :