অভিষেকের অপেক্ষায় আর্চার, বাদ মঈন আলী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৯, ১০:২৫

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় ইংলিশ পেসার জোফরা আর্চার। এদিকে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মঈন আলী। তার বদলে ১২ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন সমারসেটের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ।

মূলত ব্যাট ও বল হাতে ধারাবাহিক ব্যর্থতার মাশুল গুণতে হলো মঈন আলীকে। গত ৮ ইনিংসের চারটিতেই ‘ডাক’ আর বল হাতে বাজে পারফরম্যান্স মিলিয়ে তার বাদ পড়াটা অনুমিতই ছিল। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে টার্নিং পিচেও ৪২ রানে ১ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ১৩০ রান খরচে পেয়েছেন ২ উইকেট। ম্যাচটা ২৫১ রানের বিশাল ব্যবধানে জিতে এরইমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

এদিকে মঈনের বদলে ডাক পাওয়া লিচের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া। কয়েক সপ্তাহ আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন তিনি। এছাড়া ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন। মূলত প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথকে ঠেকাতেই লিচের ডাক পড়েছে। ফিঙ্গার স্পিনে স্মিথের দুর্বলতাই লিচের কপাল খুলে দিয়েছে।

ইংলিশ স্কোয়াডে স্বাভাবিকভাবেই নেই পেসার জেমস অ্যান্ডারসন। হাঁটুর নিচের অংশে ইনজুরি নিয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ ওভার বল করতে সক্ষম হন ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক। তার জায়গায় ডাক পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক জোফরা আর্চার। এদিকে প্রথম টেস্টের দলে থাকা ওলে স্টোনও পিঠের ব্যথায় ছিটকে গেছেন।

ইংল্যান্ডের স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, স্যাম কারেন, জো ডেনলি, জ্যাক লিচ, জেসন রয়, বেন স্টোকস এবং ক্রিস ওকস।

(ঢাকাটাইমস/১০আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

এই বিভাগের সব খবর

শিরোনাম :