টেকনাফে স্বর্ণালঙ্কার ও ইয়াবাসহ রোহিঙ্গা আটক

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ১৮:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

টেকনাফের লেদা এলাকা থেকে স্বর্ণালঙ্কার ও ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আট করেছে কোস্ট গার্ড। আটককৃতের নাম রফিক আহামেদ।

শুক্রবার রাতে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় টেকনাফের লেদা এলাকায় একটি ঘরে অবৈধ স্বর্ণালংকার ও ইয়াবা আছে বলে খবর পায় কোস্টগার্ড। পরে কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের বিসিজি স্টেশানের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রফিক আহামেদ নামের এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা বালিশের ভিতর থেকে সাড়ে তিনশ গ্রাম স্বর্ণালংকার ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত পাচারকারী রোহিঙ্গা ব্যক্তি, জব্দকৃত স্বর্ণালংকার ও ইয়াবা ট্যাবলেট টেকনাফ থানা ও কাস্টমে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/১০ আগস্ট/এএ/ইএস