শতভাগ কারখানায় বেতন-বোনাস হয়েছে: বিজিএমইএ

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ১৯:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ দাবি করেছে ঈদুল আজহা উপলক্ষে শতভাগ পোশাক কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে।

শনিবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে ২৭৮টি কারখানার বেতন-বোনাস দেওয়ার বিষয়ে ঝুঁকিতে ছিল। বিজিএমইএ এই কারখানাগুলো নিবিড়ভাবে মনিটরিং করে। এছাড়া ৪৭টি কারখানার বেতন-বোনাস বিজিএমইএ’র মাধ্যমে দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, বেতন-বোনাস দেওয়া হয়নি আমাদের জানামতে এমন কোনো কারখানা নেই। শ্রমিকরা আমাদের পরিবারের অংশ। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ আনন্দে অংশ নিতে শতভাগ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানাগুলোও ছুটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতের আরও বলা হয়, ‘রপ্তানিমুখি তৈরী পোশাক শিল্প কঠিন ক্রান্তিকাল অতিক্রম করেছে। একদিকে শ্রমিকদের মজুরি , বিদ্যুৎ , কাঁচামালসহ উৎপাদন খরচ অনেকগুণ বেড়েছে। অপরদিকে ক্রেতার কাছ থেকে তৈরি পোশাকের মূল্য আগের চেয়ে আরও কমেছে। এ অবস্থায় মালিকের পক্ষে গত তিন মাসের কাজের বিপরীতে দুই ঈদের বোনসসহ পাঁচ মাসের মজুরি পরিশো্ধ করেছে।’

(ঢাকাটাইমস/১০আগস্ট/জেআর/জেবি)