নোয়াখালীতে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ১০:৩২ | আপডেট: ১১ আগস্ট ২০১৯, ১০:৩৫

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে আমির হোসেন (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।

রবিবার ভোর সোয়া ছয়টার দিকে তার মৃত্যু হয়। নিহত আমির হোসেন লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জের দত্তপাড়া এলাকার আতাউর আলীর ছেলে। 

নিহতের মেয়ে আকলিমা আক্তার জানান, তার বাবা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর বাড়িতে ছিলেন। দুই মাস আগে একটি চাকরির সুবাদে তিনি ঢাকায় যান। শনিবার বিকালে যখন তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন তার শরীরে প্রচ- জ্বর ছিলো। পরে রাতে তারা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলেন। 

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যা জানান, আমির হোসেন জ্বর নিয়ে রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হন। আমির হোসেনের শরীরে ডেঙ্গুর আলামত পাওয়া গেছে। ভর্তির পর থেকে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।

ঢাকাটাইমস/১১আগস্ট/ ইএস