সরকার বেআইনি কাজে অভ্যস্ত হয়ে পড়েছে: ফখরুল

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ১৩:৫৭

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
ঈদুর আজহা উপলক্ষ্যে ঠাকুওগাঁওয়ের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মির্জা ফখরুল।

অমানবিক এবং বেআইনি কাজে সরকার অভ্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার মতে, খালেদা জিয়া বাইরে থাকলে সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতেন। আর এজন্যই সরকার তাকে অবৈধভাবে আটক করে রেখেছে।

রবিবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়া বাইরে থাকলে আওয়ামী লীগ আজ যে অন্যায়গুলো করছে সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করতেন। এজন্য তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে।’

‘এমনকি এই সরকার অমানবিক এবং বেআইনি কাজে এতোটা অভ্যস্ত হয়ে পড়েছে যে তারা খালেদা জিয়ার অসুস্থতা লক্ষ্যই করছে না। ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অনৈতিক কাজগুলো করছে তারা।’

মির্জা ফখরুল আবারো অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘এই দেশের জনগনের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা বেগম খালেদা জিয়া। দেশের মানুষের যে আশা আকাঙ্খা তা তিনি প্রতিনিধিত্ব করেন। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক হিসেবেও চিহ্নিত তিনি। অবিলম্বে তাকে মুক্তি দেয়া উচিত সরকারের।

এসময় দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন,পয়গাম আলী, সুলতানুল ফেরদৌস, ন¤্র চৌধূরী, আনসারুল হক, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ জেলা ও উপজেলার বিএনপির প্রমুখ নেতাকর্মীরা।

ঢাকাটাইমস/১১আগস্ট/প্রতিনিধি/ডিএম