লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে কিশোর নিখোঁজ

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ১৫:০০ | আপডেট: ১১ আগস্ট ২০১৯, ১৫:১১

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীতে পড়ে এক কিশোর (১৪) নিখোঁজ হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।

রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে মুন্সীগঞ্জ ফায়ার সাভির্সের ডুবুরি দল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী লঞ্চ এমভি আবে জমজম যাত্রী উঠাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করে। এ সময় একই নৌ-পথগামী অপর আরেক লঞ্চ এমভি বোগদাদীয়-৯ নোঙর করার চেষ্টা করলে ধাক্কা লাগে আবএ জমজমের সাথে। ধাক্কায় বোগদাদীয় লঞ্চে থাকা কিশোর পানিতে পড়ে ডুবে যায়। ঘটনার পরপরই লঞ্চ দুটি দ্রুত ঘাট ত্যাগ করে।

মুন্সীগঞ্জ ফায়ার সাভির্সের সিনিয়র স্টিশন অফিসার মো. সফিউল ইসলাম ঢাকা টাইমসকে জানান, ঘটনার পরপরই আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমেছে। নিখোঁজ কিশোর উদ্ধার করা না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। লঞ্চ দুটি চলে যাওয়ায় নিখোঁজ কিশোর নাম জানা যায়নি, তবে সে বোগদাদীয়া লঞ্চের স্টাফ বলে জানা গেছে।

ঢাকাটাইমস/১১আগস্ট/ইএস