মির্জাপুরে মশা নিধনে ছাত্রলীগ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৯, ১৫:২৭

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা ডেঙ্গুমুক্ত রাখতে মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ।

রবিবার সকালে উপজেলা সদরের ইউনিয়নপাড়া, কাঁচা বাজার, মুরগীহাটিসহ কয়েকটি এলাকায় মশার ওষুধ স্প্রে করেন তারা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্তের নেতৃত্বে এ কার্যক্রম চলে।

এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সহ-সভাপতি শেখ রাসেল হাসান রকি, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, যুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান হৃদয়, পৌর ছাত্রলীগ সভাপতি আবু বক্কর সিকদার, সম্পাদক ওয়াকিল আহমেদ, মির্জাপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন সম্পাদক মারুফ হোসেনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জাপুর ‍উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সম্পাদক তাহরীম হোসেন সীমান্তের নির্দেশ ও তার উপস্থিতিতে এ কার্যক্রম শুরু করেছেন। পর্য়ায়ক্রমের উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে প্রতিটি ইউনিটে মশকনিধন অভিযান পরিচালনা করা হবে।

এদিকে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে ১০৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়ে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া ২৪ জন ডেঙ্গুরোগী বর্তমানে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে কুমুদিনী হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা আব্দুল হাই জানিয়েছেন।

ঢাকাটাইমস/১১আগস্ট/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :