জনগণ চায় না খালেদা বাইরে থাকুক: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৬:০০ | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৯, ১৫:৫৮

এতিমের টাকা মেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে আছেন, তাকে নিয়ে জনগণের কোনো দায় নেই বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। খালেদা জিয়া বাইরে থাকুক জনগণ এটা চায় না বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

রবিবার সকালে কুষ্টিয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এই মন্তব্য করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিএনপির আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপি আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না, কারণ যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই সেই আন্দোলন কখনো সফল হয় না।’

হানিফ বলেন, ‘এতিমের টাকা মেরে খেয়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির জন্য জনগণের কোনো দায় নেই। তারা চায় না যে বেগম জিয়া বাইরে থাকুক। বিএনপি এটা বুঝতে পেরে অন্য পথ খোঁজার চেষ্টা করছে।’

‘কিন্তু আন্দোলনের নামে এ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আর কেউ পার পাবে না। সরকার জানে কীভাবে সন্ত্রাস দমন করতে হয়। আমরা কঠোর হস্তেই যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করব।’

সারাদেশে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে হানিফ বলেন, ‘ডেঙ্গু নিয়ে রাজনীতি করার কিছু নেই, কারণ এটা কারোর সৃষ্টি নয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। মশা নিধনে ওষুধ দেওয়া হচ্ছে এবং গণসচেতনতা সৃষ্টির জন্য সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। কারণ জনগণ সচেতন হলেই ডেঙ্গু থেকে বাঁচা যাবে। সেই চেষ্টাই চলছে, আশা করছি খুব দ্রুতই এই সমস্যা আর থাকবে না।’

পরে হানিফ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ডেঙ্গু রোগীদের খোজঁখবর নেন।

এসময় কুষ্টিয়ার জেলা প্রাশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুসতানজিদ, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কুষ্টিয়ায় এ পর্যন্ত ২৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেনারেল হাসপাতালে ৪৮ জন চিকিৎসাধীন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :