পুঁজি হারানোর শঙ্কায় কমেছে মৌসুমি চামড়া ব্যবসায়ী

কাজী রফিক, ঢাকাটাইম
| আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৬:১৮ | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৯, ১৫:৫৬

গত বছরের লোকসানের অভিজ্ঞতায় এবার ব্যবসা থেকে সরে এসেছেন অনেক মৌসুমি চামড়া ব্যবসায়ী। যারা এবার ব্যবসায় নেমেছেন, তারাও চামড়া কিনছেন নামমাত্র দামে। তবুও চোখেমুখে পুঁজি হারানোর শঙ্কা।

রাজধানীতে এবছর কোরবানি হচ্ছে সাত লাখের বেশি গবাদি পশু। বিপুল পরিমাণ পশুর চামড়া কিনতে প্রতি বছর মাঠে দেখা যায় মৌসুমি ফড়িয়াদের আনাগোনা। এবার ঈদের আগ পর্যন্ত অনেককে দেখা গেলেও ঈদের দিন তাদের সংখ্যা কমে গেছে।

হঠাৎ করে চামড়া ব্যবসা থেকে মৌসুমি ব্যবসায়ীদের সটকে পড়ার কারণ জানা গেল অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে। তারা জানান, গত বছরের মতো এই বছরও লোকসানের ঝুঁকি নিতে রাজি নয় অনেকেই। তাই মৌসুমি চামড়া ব্যবসায়ী প্রায় অর্ধেকই এ বছর মাঠে নেই।

আদাবর এলাকার চামড়া ব্যবসায়ী তিলক মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, ‘ট্যানারি মালিকরা প্রতি বছর একই কাহিনি করে। সরকার যে দাম ঠিক করছে, তারা সে দামও দেয় না। তাই মৌসুমি ব্যবসায়ীরা লস খায়। এই বার লসের ভয়ে অনেকেই ব্যবসায় নামে নাই।’

তিলক জানান, এবার সর্বনিম্ন ৭০০ এবং সর্বোচ্চ এক হাজার টাকায় কিনেছেন একেকটি গরুর চামড়া।

মোহাম্মদপুরের আদাবর এলাকার একদল ব্যবসায়ী জানান, তারা সর্বনিম্ন আড়াইশ টাকা থেকে সর্বোচ্চ সাড়ে ছয়শ টাকায় একেকটি গরুর চামড়া কিনেছেন। বিগত বছরের লোকসানের কথা মনে করে এবারো লোকসানের ভয়ে রয়েছেন এই ব্যবসায়ীরা।

আবার প্রতি বছরের মতো এবারো বেশি দামে চামড়া কিনেছেন এমন ব্যবসায়ীর সংখ্যাও কম নয়। হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় চামড়া জড়ো করে রেখেছেন একদল ব্যবসায়ী।

হালিম হোসেন নামের এক ব্যবসায়ী জানান, চামড়ার আকারের ওপর ভিত্তি করে সর্বনিম্ন ৮০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা দরে চামড়া কিনেছেন। এবার বিক্রির বেলায় পাইকারদের দেখা পাচ্ছেন না।

রাজধানীর পাড়া-মহল্লা থেকে সংগ্রহ করা চামড়া কিনতে প্রতি বছর মহল্লাতেই দেখা মেলে পাইকারদের। কিন্তু এ বছর বিকাল পেরিয়ে গেলেও কোনো মৌসুমি ব্যবসায়ীর দেখা পাননি বলে জানান স্থানীয়রা।

(ঢাকাটাইমস/১২আগস্ট/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী লাইফের অফিস ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম পরিশোধ দেখানোর দাবি

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :