মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময়

প্রকাশ | ১২ আগস্ট ২০১৯, ১৬:০২

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিমিয় করেছে।

সোমবার বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়। বিএসএফের পক্ষে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ডিএস সন্ধু ও জগদিশ প্রসাদ এবং বিজিবির পক্ষে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন ও আটাপাড়া ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে নয় প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় বিএসএফও বিজিবিকে সাত প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

সীমান্তে সৌহাদ্য, সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে প্রতি বছর দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধমীর্য় অনুষ্ঠানে একে অপরকে মিষ্টি ও বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে বিজিবি ও বিএসএফ।

(ঢাকাটাইমস/১২আগস্ট/জেবি)