ঢাকায় ডেঙ্গু রোগী ভর্তির হার কমেছে ১৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৮:৪৫ | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৯, ১৮:০৬
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্তের হার এখনো আতঙ্কিত হওয়ার মতো। তবে গত কয়েক দিন আগে যে হারে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছিল এবং প্রতিদিনই সংখ্যাটি বাড়ছিল এতে কিছুটা উন্নতি হয়েছে।

ঢাকায় নতুর রোগী ভর্তির হার কমেছে ১৪ শতাংশ এবং ঢাকার বাইরে কমেছে ৮ শতাংশ। একই সঙ্গে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা বেড়েছে ৭ শতাংশ।

সোমবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত পর্যালোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৪৩ হাজার ২৭১ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ২২৫ জন। গত এক সপ্তাহে (৬ থেকে ১২ আগস্ট) নতুন ভর্তি রোগী আর ছাড়প্রাপ্ত রোগীর অনুপাত ৫১ : ৪৯।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, এমআইএস পরিচালক ডা. সমীর কান্তি সরকার প্রমুখ।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি দুই হাজার ৯৩ জন

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৪২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৫১ জন-সহ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি মোট রোগীর সংখ্যা দুই হাজার ৯৩ জন।

প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন আট হাজার ছয়জন রোগী। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫, মিটফোর্ড হাসপাতালে ৭০, ঢাকা শিশু হাসপাতালে ৩০, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬২, বিএসএমএমইউতে ২৮, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২৯, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১১৯, বিজিবি হাসপাতাল পিলখানায় ৪, সম্মলিত সামরিক হাসপাতালে ১৭ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ২৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৯ জন, খুলনা বিভাগে ১৭৯ জন, রংপুর বিভাগে ৯৪ জন, রাজশাহী বিভাগে ১৩২জন, বরিশাল বিভাগে ২০৩ জন, সিলেট বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৯০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

(ঢাকাটাইমস/১২আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :