ভারতে কোস্টগার্ডের জাহাজে আগুন, সাগরে ঝাঁপ ২৮ ক্রুর

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৯, ০৮:৫৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের বিশাখাপত্তনমের কাছে কোস্ট গার্ডের একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই জাহাজে ২৯ জন ক্রুর মধ্যে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজন নিখোঁজ রয়েছে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। খবর এনডিটিভি

অপশোর সহযোগী জাহাজে (offshore support ship) আগুন লেগে এ বিপত্তি ঘটে। পরে প্রাণে বাঁচতে দুর্ঘটনাগ্রস্ত জাহাজ থেকে জলে ঝাঁপ মারেন ক্রু মেম্বারর।

বিবৃতিতে বলা হয়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ডের ওই জাহাজে প্রথমে বিস্ফোরণে শব্দ শুনতে পান ক্রুরা। তারপরই কালো ধোঁয়া বের হতে দেখা যায় জাহাজটি থেকে। আগুন দেখেই ক্রুরা সাগরে ঝাঁপ দেন। তবে কী থেকে এই আগুন লাগলো তা স্পষ্ট নয়।

কোস্ট গার্ডের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সেই সময় তাদের পেট্রলিং ভেসেল রানী রাসমণি বিশাখাপত্তনমের কাছ থেকেই যাচ্ছিল। তারাই প্রথম বিষয়টি লক্ষ্য করে। বিশাখাপত্তনম বন্দরের সঙ্গে যোগাযোগ করে ও জলে ভেসে থাকা ক্রু মেম্বরদের উদ্ধারের উদ্যোগ নেয়। ভেসেলের সাহায্যে জ্বলন্ত জাহাজটিকে নেভানোর চেষ্টা করা হয়।

পরে জাহাজের আগুন নেভানো ও উদ্ধার কাজে সহযোগিতা করে উপকূল বাহিনীর একটি হেলিকপ্টার ও দুটি ছোট জাহাজ।

ঢাকাটাইমস/১৩আগস্ট/ ইএস