মিয়ানমারে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৯, ০৯:৫৯

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলের মুন রাজ্যে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

একটানা ভারী বর্ষণের ফলে গত শুক্রবার (৯ আগস্ট) রাজ্যের পং শহরে ওই ভূমিধসের ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলের একটি গ্রামে ২৭টি বাড়ি ধসে পড়ে। পরবর্তীতে বৃষ্টিপাত ও কাদার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।

এরই মাঝে গত সোমবার (১২ আগস্ট) দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভান থিও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সে সময় উদ্ধার তৎপরতা বাড়াতে তিনি ওই স্থানে আরও বেশি নৌকা মোতায়েনের প্রতিশ্রুতি দেন।

মৌসুমি বৃষ্টিপাতের ফলে বর্তমানে মিয়ানমারের অনেক রাজ্যেই বন্যার সৃষ্টি হয়েছে। কিন্তু মুন রাজ্যই এখন পর্যন্ত এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার। এ ছাড়া দেশব্যাপী বন্যার ফলে অজস্র ঘরবাড়ি ডুবে গেছে। ভেঙে পড়েছে অনেক সেতু, কালভার্ট।

মিয়ানমারে চলমান বন্যাপরিস্থিতিতে এখন পর্যন্ত ৮০ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

ঢাকাটাইমস/১৪আগস্ট/ ইএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :