রিয়াল নয়, বার্সায় নেইমার!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১১:৪৫ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৯, ১০:৩৫

দুই বছর না যেতেই ফ্রান্সকে বিদায় জানিয়ে স্পেনে আসার তদবির শুরু করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে তাতে যথারীতি শুরু হয়েছে নাটকীয়তা। এই শোনা যায় পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরছেন, তো খানিক পরেই আবার নেইমারকে দলে নেয়ার দৌড়ে নাম লেখায় প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ।

নেইমারের আকাশচুম্বী ট্রান্সফার ফি এবং একের পর এক নাটকের কারণে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল বার্সেলোনা। সাফ জানিয়ে দিয়েছিল ব্রাজিলীয় এ ফুটবলারের জন্য একটি পয়সাও খরচ করতে রাজি নয় তারা। যার ফলে নেইমারের রিয়ালে যাওয়ার রাস্তা সুগম হয়। অন্যদিকে রিয়ালও তখন তোড়জোড় শুরু করে নেইমারকে দলে নেয়ার।

কিন্তু সবশেষ খবর হলো রিয়ালকে বুড়ো আঙুল দেখিয়ে নেইমারকে দলে ভেড়ানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে বার্সেলোনা। মঙ্গলবার পিএসজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিল বার্সেলোনার টিম ম্যানেজম্যান্ট। যেখানে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি ঠিক, তবে নেইমারের বার্সায় ফেরার পথ খুলে গিয়েছে।

বৈঠকে পিএসজিকে টাকার সঙ্গে সোয়াপ ডিলের প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। যেখানে নেইমারের বিনিময়ে ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে ইভান রাকিটিচ এবং ফিলিপ্পে কৌতিনহোকে পাবে পিএসজি। তবে ফরাসি ক্লাবটি চায় ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে ফিলিপ্পে কৌতিনহো এবং নেলসন সেমেদুকে।

এই একটি জায়গায় ঐকমত্যে পৌঁছাতে না পারায় শেষ মুহূর্তে গিয়ে ঝুলে রয়েছে নেইমারের বার্সেলোনায় ফেরার আনুষ্ঠানিক ঘোষণা। তবে দুই দলের হাবভাবে পরিষ্কার, অল্প কিছুদিনের মধ্যেই ন্যু ক্যাম্পে ফেরার সুখবর পেয়ে যাবেন নেইমার।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :