আইএস জঙ্গির সন্তানদের ঠাঁই দেবে না ব্রিটেন

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৯, ১৪:২৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

সিরিয়ায় থাকা ইসলামিক স্টেট জঙ্গিদের মধ্যে অনেক ব্রিটিশ নাগরিক রয়েছেন। তাদের ও সন্তানদের ব্রিটেনে ফিরতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার।

দি ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সিরিয়ার বিভিন্ন শিবিরে বন্দি আইএস মহিলা জঙ্গিদের ৩০ জন শিশু মায়েদের সঙ্গে রয়েছে। এরা জন্মসূত্রে ব্রিটিশ হলেও তাদের কোনোভাবেই দেশে ফেরানো হবে না। আইএস বিরোধী সেনা অভিযানের সময় ওই মহিলা জঙ্গিদের আটক করা হয়েছিল। তাদের অনেকেরই সন্তান রয়েছে।

বিবিসি জানিয়েছে, সিরিয়া সরকার মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ব্রিটেনের উপর চাপ তৈরি করেছে, যাতে ওই মহিলা ও সন্তানদের ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু অনড় ব্রিটেন সরকার।

আইএস জঙ্গিদের আটকে রাখা শিবিরের কিছু নাবালককে গ্রহণ করেছে ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও ডেনমার্ক। এদের বেশিরভাগ্র পিতামাতা হল আইএস জঙ্গি। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার দুই আইএস জঙ্গির আট সন্তান ও নাতি-নাতনিকে দেশে ফিরিয়ে নিয়েছে।

ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান জানিয়েছে, আইএস বিরোধী সেনা অভিযানের শেষ সময়ে পালানো প্রায় সাত হাজার নহিলা ও শিশু সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের শিবিরে আটক রয়েছে।

ঢাকা টাইমস/১৪আগস্ট/একে