বাজার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ভাঙ্গায় মানববন্ধন

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৯, ১৭:২৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ভাষড়া বাজার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

ভাষড়া গ্রামবাসীর আয়োজনে বুধবার সকালে বাজার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস্কেন্দার আলী খলিফা, ডা. আলাউদ্দিন, ব্যবসায়ী ইকবাল হোসেন, রিনা বেগম, ব্যবসায়ী সম্রাট মিয়া, দবির উদ্দিন খলিফা, মজিবর রহমান, শাহাবুদ্দিন প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে ভাষড়াগ্রাম থেকে গুচ্ছগ্রাম প্রকল্প প্রত্যাহার করে একই স্থানে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ভাষড়া বাজার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।

প্রসঙ্গত, গত ২১ জুলাই স্থানীয় প্রশাসন ৩০টি স্থায়ী দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)