বাংলাদেশ-আফগানিস্তান বিশ্বকাপ ম্যাচ তাজিকিস্তানে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৯, ১৮:৫৩

শেষ পর্যন্ত আফগানিস্তান বাংলাদেশের বিরুদ্ধে তাদের হোম ভেন্যু চূড়ান্ত করেছে তাজিকিস্তানের দুশানবেতে। আগামী ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি। গত রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে নিরাপত্তা হুমকির কারণে নিজে দেশে ভেন্যু করতে পারেনি যুদ্ধবিধ্বস্ত দেশটি। তারা ম্যাচ খেলেছিল ইরানে।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি দিয়েই বাংলাদেশ শুরু করবে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন। ‘ই’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ভারত, ওমান এবং ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতার।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে কাতারের বিরুদ্ধে ১০ অক্টোবর ঢাকায়, তৃতীয় ম্যাচ ভারতের বিরুদ্ধে কলকাতায়, চতুর্থ ম্যাচ ওমানের বিরুদ্ধে ১৪ নভেম্বর। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের হোম ম্যাচ আগামী বছর ২৬ মার্চ ঢাকায়। কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ৩১ মার্চ, ভারতের বিরুদ্ধে হোম ম্যাচ ৪ জুন, ওমানের বিরুদ্ধে হোম ম্যাচ ৯ জুন।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :