উড়োজাহাজে অ্যাপলের ম্যাকবুক নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ১৩:৫২ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯, ১৪:১৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

অ্যাপলের কয়েকটি মডেলের ম্যাকবুক প্রো বহন করে বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। যেকোনো সময় আগুন ধরে যাওয়ার আশঙ্কা থাকায় এই সমস্ত মডেলের ম্যাকবুক বহন ‘বিপজ্জনক’ বলে জানিয়েছে মার্কিন অসামরিক বিমান পরিষেবা নিয়ামক সংস্থা এফএএ।

ব্যাটারির ত্রুটি ধরা পড়ায় গত জুন মাসে বেশ কয়েকটি মডেলের ম্যাকবুক প্রো ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে অ্যাপল। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ল্যাপটপগুলি বিক্রি করা হয়েছিল। ব্যাটারির ত্রুটির জেরে এগুলি গরম হয়ে ব্যবহারকারীর নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিতে পারে বলে অ্যাপলের তরফে জানানো হয়েছে।

এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সমস্ত বাণিজ্যিক বিমানে ম্যাকবুক প্রো নিষিদ্ধ করেছে এফএএ। লাগেজেও এই ল্যাপটপ বহন করা যাবে না বলে জানানো হয়েছে।

ঢাকা টাইমস/১৫আগস্ট/একে