মাগুরায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ১৬:২১ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯, ১৬:২৬

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরা সদর উপজেলায় জয়নাল শরীফ নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। উপজেলার নরসিংহাটি গ্রামে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

নিহত জয়নালের ভাই হারুন অর রশিদ জানান, জয়নাল ঢাকার একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিসে চাকরিরত ছিল। গত ১০ আগস্ট ঈদের ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে একই দিন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা ভাল নয় জানিয়ে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। কিন্তু পরিবারের লোকজন তাকে গত বুধবার বাড়িতে নিয়ে এলে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতেই সে মারা যায়।

মাগুরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নীলিমা বিশ্বাস জানান, ডেঙ্গু রোগী হিসেবে ১০ আগস্ট জয়নাল শরীফ ভর্তি হয়েছিলেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএ)