চুয়েটে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ২২:০৮

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে চুয়েট পরিবার।

বৃহস্পতিবার দুই দিনব্যাপী মহান জাতীয় শোক দিবস উপলক্ষে শোক দিবসের প্রথম প্রহরে সকাল ৯টায় চুয়েট স্বাধীনতা চত্বর সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন ডিনবৃন্দ, ছাত্রকল্যাণ দপ্তর, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এবং বঙ্গবন্ধু পরিষদ।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়। বিকালে চুয়েট কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট নিহত সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএ)