‘ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও আদর্শকে মুছে ফেলতে পারেনি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৯, ২৩:০৩

সুপ্রিম কোর্টের আইনজীবী, সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের প্রেসিডেন্ট শেখ সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা। বাঙালির অধিকারের প্রশ্নে তিনি কখনও আপস করেননি। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ ও বাঙালি থাকবে, ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে।’

জাতীয় শোক দিবসে রাজধানীতে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সালাহউদ্দিন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা কোনো নিছক ব্যক্তি বিশেষের হত্যাকাণ্ড ছিল না। এটি ছিল জাতির অস্তিত্বের ওপর আঘাত। এর মাধ্যমে যে নীতি ও আদর্শের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই নীতি ও আদর্শকেই ঘাতকেরা হত্যা করতে চেয়েছিল।’

তিনি প্রশ্ন করে বলেন, ‘তিনি যে সোনার বাংলা ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমরা কতটা পূরণ করতে পেরেছি? তাঁর স্বপ্ন ছিল শোষণমুক্ত, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা। চিন্তা, মনন ও কর্মে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও তা বাস্তবায়ন করতে পারলেই তার আরাধ্য সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব। তার স্বপ্নের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সমতাভিত্তিক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক জাতীয় শোক দিবসের অঙ্গীকার।’

শেখ সালাহউদ্দিন আরো বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াত জোট দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশকে লুণ্ঠন করা, হত্যা-খুন-অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার রাজনীতির দিন শেষ। দেশকে নিয়ে লুণ্ঠন করলে, এতিমের টাকা আত্মসাৎ করলে কী হয়, খালেদা জিয়া-তারেক রহমান তার উদাহরণ। এদের কোনো ষড়যন্ত্রই এ দেশে আর বাস্তবায়িত হবে না। আর কোনোদিন যাতে হায়েনাদের দল জামায়াত-শিবির-বিএনপি দেশের রাজনীতিতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে। তারা যাতে আওয়ামী লীগে যোগ দিয়ে সুবিধা নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

আবদুন নূর দুলাল তার বক্তব্যে বলেন, সুপ্রীম কোর্টে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রাজনীতিতে কোন ক্রমেই যাতে স্বাধীনতাবিরোধী ও জামাত-শিবির অনুপ্রবেশ করতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশের উন্নয়নে ও জাতির কল্যাণে শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই।’

সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন সমিতির সাবেক সভাপতি ও ২০১৯-২০২০ সালের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী আব্দুন নূর দুলাল, এস এম ফজলুল হক সরকার, মো. রেজাউল হক, নুরুন নাহার নুপুর, মোহাম্মদ এনামুল হক, খলিলুর রহমান, আরেফা পারভীন তাপসী, মার্শেলা সুইটি, শামিম খান, সেলিম আজাদ, মোঃ সেলিম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :