ছক্কা হাঁকানোয় সচিনের রেকর্ড ছুঁলেন সাউদি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৯, ১৭:৪৭

টেস্ট ক্রিকেটে সচিন টেন্ডুলকরের রেকর্ড ছুঁলেন টিম সাউদি৷ শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে গল টেস্টে৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টের প্রথম ইনিংসে একমাত্র ছক্কা হাঁকিয়ে লিটল মাস্টারের রেকর্ড স্পর্শ করেন কিউয়ি পেসার৷

গল টেস্টের দ্বিতীয় দিন ধনঞ্জয় ডি’সিলভাকে ছয় মারেন সাউদি৷ সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে সচিনের ছয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেন কিউয়ি পেসার৷ ম্যারাথন টেস্ট কেরিয়ারে মাত্র ৬৯টি ছক্কা হাঁকিয়েছেন সচিন৷ বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট খেলা সচিন ৬৯টি ছয় মেরেছেন ৩২৯ ইনিংসে৷ কিন্ত মাত্র ৬৬টি টেস্টে এবং ৯৬টি ইনিংসে সচিনের ছয়ের রেকর্ড স্পর্শ করেন সাউদি৷

সচিনকে ছোঁয়ার পাশাপাশি কয়েকজন কিংবদন্তি ক্রিকেটারকে ছয় রেকর্ডে পিছনে ফেলেন দেন এই কিউয়ি পেসার৷ ইয়াম বোথাম, এবি ডি’ভিলিয়ার্স এবং সনৎ জয়সূর্যর মতো ব্যাটসম্যানকে টপকে যান সাউদি৷ শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ছক্কা হাঁকানোর নিরখে ১৭ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের টেলেন্ডার৷ টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে প্রাক্তন কেউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের৷ পাঁচ দিনের ফর্ম্যাটে ১০৭টি ছয় মেরেছেন প্রাক্তন কিউয়ি ব্যাটসম্যান৷

গল টেস্টে ২৪৯ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস৷ এতে ব্যাট হাতে সাউদির অবদান ২২ বলে ১৮ রান৷ শেষ পর্যন্ত রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি৷ টেস্ট ক্রিকেটে বছর তিরিশের পেসারের রান রয়েছে ১৫৫০৷ এর মধ্যে ৭৭ বার অপরাজিত রয়েছেন তিনি৷ পাঁচটি হাফ-সেঞ্চুরি রয়েছে সাউদির ঝুলিতে৷

শুক্রবার টেস্টের তৃতীয় দিন শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৬৭ রানে বেঁধে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড৷ কিন্তু শুরুতেই কিউয়ি ইনিংসে ধস নামে৷ মাত্র ৯৮ রানে পাঁচ কিউয়ি ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান শ্রীলঙ্কান বোলাররা৷ এদিন চা-বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১২৪৷

(ঢাকাটাইমস/১৬আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :