ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ১২:৪৫

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় দিন চিকিৎসা শেষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম সুমন বশার রাজ (২২)।

শনিবার সকাল ১০টার দিকে দ্বাদশ শ্রেণির এই ছাত্রের মৃত্যু হয়। তার বাড়ি মাগুড়া জেলার চাঁদপুর গ্রামে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বুলু জানান, গত ১২ আগস্ট বিকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমন এই হাসপাতালে ভর্তি হয়। তিনি বলেন, সুমনের ডেঙ্গু ইনফেকশনটা ব্রেনে হ্যাটাক করে, এতে তার মৃত্যু হয়। আমরা তাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।

সুমনের পিতা মিজানুর রহমান জানান, তার পরিবারের তিন ছেলের মধ্যে তিনি বড় ছিলেন। ৭ আগস্ট সুমন বাবাকে জানায় তাকে মশায় কামড় দিয়েছে। পরে মাগুড়া হাসপাতালে রক্ত পরীক্ষা করলে সেখানে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে ১২ আগস্ট ফমেকে ভর্তি করা হয়।

এদিকে ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৩জন রোগী ভর্তি হয়েছেন। আর শনিবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ৩৯৬ জন রোগী।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফরিদপুরের রোগী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও আটজন। 

ঢাকাটাইমস/১৭আগস্ট/ইএস