আলফাডাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ১৬:৫৬

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে শাফি মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া গ্রামের মৃত আদেল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাফি শুক্রবার সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে পাট জাগ দিতে যায়। এসময় পাটের মধ্যে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। কামড় দেয়ার কিছু সময় পর এক ওঝার কাছে চিকিৎসা নিতে যায় সে। সেখানে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে জেনে বাড়ি ফিরে। বাড়ি এসে কিছু সময় পরে কামড়ের জায়গা থেকে জ্বালা-পোড়া বেড়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। বেগতিক দেখে তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সাপে কাটা রোগীর কোন ওষুধ ডাক্তার সংগ্রহ করতে না পারায় তার অবস্থা অবনতি হতে থাকে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তির পরে তাকে সাপে কাটা ভেকসিন দেয়ার এক ঘণ্টা পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

শনিবার সকাল সাড়ে ৯টার সময় জাটিগ্রাম-মিঠাপুর মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)