পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ১৭:১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে বন্দুক যুদ্ধে ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে।

ভারতের সেনাবাহিনী অভিযোগ করেছে, শনিবার ভোর সাড়ে ছয় টায় পাকিস্তান সেনাবাহিনী ভারী মর্টাল শেল ও ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা শুরু করে। তারপর তারাও পাল্টা আক্রমণ চালায়।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বন্দুক হামলার ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীকে উচিত শিক্ষা দেওয়ার কথা জানান।

ভারতীয় গণমাধ্যম জানায়, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির সময় ৩৫ বছরের ল্যান্স নায়ক সন্দিপ থাপ্পা নামক ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য মারা যান। গোলাগুলির সময় তিনি মারাত্মক আহত হয়েছিলেন।

গত মাসে পাকিস্তান সেনাবাহিনীর বন্দুক হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য এবং দশ বছরের এক শিশুও মারা যায়। এ ঘটনায় অনেকে আহত হয়েছিল।

ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরআর