প্রথম ফ্লাইটে ফিরলেন ৩৩৫ হাজি

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ১৭:২৬ | আপডেট: ১৭ আগস্ট ২০১৯, ২০:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হজ পালন শেষে বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ফিরতি হজ ফ্লাইট হাজিদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

শনিবার দুপুর দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের (এসবি ৮০৮) একটি ফ্লাইট ৩৩৫ হজযাত্রী নিয়ে অবতরণ করে।

বিমানবন্দর হজ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবতরণের ঘণ্টাখানেকের মধ্যেই হজযাত্রীরা ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ শেষে বিমানবন্দর ত্যাগ করেন।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে সরকার। এই সময়ের মধ্যে বাংলাদেশের এক লাখ ২৭ হাজার ৮০ হাজি দেশে ফিরবেন।

এর আগে গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়। এ বছর হজ করতে গিয়ে ১৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৭২ জন হজযাত্রী।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন এক লাখ ২৭ হাজার ১৫২ জন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এনআই/জেবি)