মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৯, ১৮:০০

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে দুই দিনের সফরে আগামী মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়ম জয়শঙ্কর। সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন ও তিস্তার পানি বণ্টনসহ ৫৪ নদীর পানি বণ্টনের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এই সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু বেশি গুরুত্ব পাবে।

এদিকে ভারতের গণমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর।

কূটনৈতিক সূত্র জানায়, আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন। জয়শংকরের ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানিয়েছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসবেন। (ঢাকাটাইমস/১৭আগস্ট/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :