কাশ্মীরে বিধি-নিষেধ দ্রুত তুলে দেওয়ার আহ্বান ওআইসির

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ২০:২৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

জম্মু-কাশ্মীর উপত্যকা থেকে দ্রুত কারফিউ তুলে দিতে ভারতের প্রতি আহ্বান করেছে মুসলমান রাষ্ট্রভুক্ত সংগঠন ওআইসি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাইশী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন। কাশ্মীর ইস্যুতে ওআইসির দাবিকে পাকিস্তানের ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে মন্তব্য করেন।

ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়। ফলে কাশ্মীর অতীতের ‘বিশেষ মর্যাদা’র সুবিধা থেকে বঞ্চিত হবে। এখন থেকে ভারতের অন্যান্য প্রদেশের মতো কেন্দ্রীয় সরকারের অধীনে কাশ্মীর পরিচালিত হবে। এ ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা বিরাজ করছে।

সম্প্রতি শাহ মাহমুদ কোরাইশী জেদ্দায় ওআইসি ভুক্ত রাষ্ট্রগুলোর সঙ্গে কাশ্মীর বিষয়ে আলোচনা করেন। তারপর ওআইসি বিবৃতি প্রকাশ করে বলে মনে করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘কাশ্মীর থেকে কারফিউ তুলে নেয়ার দাবি পাকিস্তানের পাশাপাশি সমগ্র মুসলিম বিশ্বের। সেখানকার জনগণ খাদ্য সংকটে রয়েছে। কারফিউ থাকার কারণে তারা হাসপাতালে যেতে পারছেন না।’

ওআইসিসহ জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল কাশ্মীর ইস্যুতে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যুতে নিজ দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কাশ্মীর ইস্যুতে মোদি সরকারের সকল অপকৌশল নষ্ট হবে বলে তিনি এক টুইটার বার্তায় জানান।

ইতিমধ্যে, কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে পাকিস্তান সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বাতিল করেছে।

ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরআর