মক্কায় কুমিল্লার নারী হাজির মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৯, ২০:৪৩

পবিত্র হজ পালন শেষে মক্কায় মারা গেছেন কুমিল্লার চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ইন্দ্রারচর গ্রামের রোকেয়া বেগম (৭৭)।

শুক্রবার রাত পৌনে ১০টায় মক্কায় বাংলাদেশি হাজী ক্যাম্পে মারা যান তিনি। মরহুমার পাসপোর্ট নং- ইএ-০২৬১৭৮৭।

রোকেয়া বেগম ইন্দ্রারচর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মরহুম ফজর আলীর স্ত্রী ছিলেন।

মৃত্যুকালে তিনি তিন পুত্র সন্তান রেখে গেছেন।

শনিবার বাদ ফজর জানাজা শেষে জান্নাতুল বাকিতে রোকেয়া বেগমকে দাফন করা হয়।

মরহুমার বড় ছেলে মহসিন আহম্মেদ দুলাল জানান, তার মা বেয়াই-বেয়াইনসহ বাংলাদেশি একটি কাফেলার সাথে হজ পালন করতে যান। যথাসময়ে অন্য হাজিদের মতো তিনি হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বুধবার তার মা রোকেয়া বেগম স্ট্রোক করেন। পরে স্বজনরা তাকে কিং আবদুল আজিজ হসপিটালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার হাজি ক্যাম্পে নিয়ে যান তারা। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা আবারও অবনতি হয়। শুক্রবার ফের হসপিটালে ভর্তি করানোর প্রস্তুতি নেয়ার সময় রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :