নিউজিল্যান্ডকে সহজে হারালো শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৯, ১৫:০৩

সফরকারী নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হেসেখেলেই বলতে গেলে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।গল টেস্টে শেষ দিন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৩৫ রান। হাতে ছিল পুরো ১০ উইকেট। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগেরদিনই ৫০ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। পঞ্চম দিন সকালে বাকি ১৩৫ রান তুলতে যদিও চার উইকেট হারাতে হয়েছে। তবে জয়ের পথে বাধা হয়নি কোনো কিছুই। ৬ উইকেটের জয় নিয়ে বীর বেশেই মাঠ ছাড়লো লঙ্কানরা।

চতুর্থ ইনিংসে ব্যাট করা ছাট্টিখানি কথা নয়। সেখানে সামনে থেকেই ব্যাট হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। দুর্দান্ত এক সেঞ্চুরি বেরিয়ে এলো তার ব্যাট থেকে। ২৪৩ বল খেলে তিনি আউট হয়েছে ১২২ রান করে। ৬৪ রান করেছেন লাহিরু থিরিমানে।

কুশল মেন্ডিস ১০ এবং কুশল পেরেরা ২৩ রান করে আউট হয়ে গেলেও জয়ের কাজটা অ্যাঞ্জেলো ম্যাথিউজ (২৮*) আর ধনঞ্জয়া ডি সিলভা (১৪*) ঠিকই সেরে আসেন। দুর্দান্ত সেঞ্চুরির কারণে ম্যাচ সেরার পুরস্কার ওঠে করুনারত্নের হাতেই। প্রথম ইনিংসের তিনি করেছিলেন ৩৯ রান।

নিউজিল্যান্ড টেস্ট ম্যাচটা শুরু করেছিল র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্ন শুরুতেই বাধাগ্রস্থ হলো। কারণ, শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে ভারতকে পেছনে ফেলে শীর্ষে উঠে যেতো কিউইরা। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে তাদের। উল্টো প্রথম ম্যাচেই হারতে হলো কেন উইলিয়ামসনের দলকে।

গল টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। তবে লঙ্কান স্পিনারদের তোপের মুখে ২৪৯ রানেই অলআউট হয়ে যায় তারা। জবাব দিতে নেমে বেশি দুর যেতে পারেনি শ্রীলঙ্কাও। ২৬৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড করে ২৮৫ রান। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৬৮। ৮৬.১ ওভার ব্যাট করেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। (ঢাকাটাইমস/১৮আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :