যশোরে সাত ওষুধ কোম্পানির প্রতিনিধিকে জরিমানা

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ১৬:৪৬

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে বিভিন্ন ওষুধ কোম্পানির সাত প্রতিনিধিকে ২০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। যশোর জেনারেল হাসপাতাল চত্বরে রবিবার দুপুর ১টার দিকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম জামশেদুল আলম।

দণ্ডিতরা হলেন- একমি কোম্পানির প্রবাস মন্ডল, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিটিক্যালের খলিলুর রহমান, ওরিয়ন ফার্মাসিটিক্যালের আজানুর রহমান, হেলথ কেয়ার ফার্মাসিটিউক্যালের আমিরুল ইসলাম ও নুরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, যশোর জেনারেল হাসপাতালে ডাক্তার ভিজিট নামে জনগণের দুর্ভোগ সৃষ্টি করায় ওষুধ কোম্পানির সাত প্রতিনিধিকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএ)