ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ১৭:০৪ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯, ১৭:৩৯

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। জেলার ফুলপুর উপজেলায় রবিবার এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- সায়েম ও রেজিয়া।
পুলিশ জানায়, ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ফুলপুর উপজেলার হোসেনপুর মোড়ল বাড়ি এলাকায় দুপুরে শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি বাসের সাথে ফুলপুরগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সায়েম (১৫) নামে এক কিশোর মারা যায়। সে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পলাশিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে। এছাড়া নিহত সয়েমের বাবা দুদু মিয়া, মা মনিরা বেগম, বোন মাফিয়া (৫), গড়কান্দা গ্রামের হাবিবুর রহমান ও সুনীল সাহা গুরুতর আহত হন। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, একই দিন সকালে ফুলপুর থেকে ঢাকাগামী একটি নোয়া গাড়ি (ঢাকা মেট্রো-ত ১১- ৫৪১১) ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছার পর চাকা পাংচার হয়ে পথচারী রেজিয়া ও রিকশা চালক আনুর উপর গাড়িটি উঠিয়ে দেয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আনুকে ভর্তি রেখে গুরুতর আঘাতপ্রাপ্ত রেজিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় বেলা ১১টার দিকে রেজিয়া মারা যান।

তিনি উপজেলার পাতিলগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী আর আনু দিউ গ্রামের রিকশা চালক জামাল উদ্দিনের পুত্র।
ফুলপুর থানার এসআই মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লাশ উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএ)