মোদি ‘ফ্যাসিস্ট শাসক’: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৮:৪১ | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৯, ১৮:৩৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ফ্যাসিস্ট শাসক’ বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

রবিবার ইমরান খান টুইটারে লিখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে অ্যাডলফ হিটলার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট রাজনৈতিক দল নাৎসি বাহিনী (ন্যাশনাল সোশালিস্ট জার্মান ওয়ার্কাস পার্টি) নেতৃত্ব দেয়। বর্তমানে তেমনি একজন ফ্যাসিস্ট শাসক ভারতকে নেতৃত্ব দিচ্ছে। এ কারণে গত দুই সপ্তাহ ধরে কাশ্মীরের নব্বই লাখ মানুষ বন্দি জীবন কাটাচ্ছে।

সম্প্রতি ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে, ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বাতিল করেছে ইমরান খানের সরকার।

ইমরান খান ধারাবাহিক টুইটে ভারতের পরমাণু অস্ত্র নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

টুইটে লিখেন, কাশ্মীর থেকে বিশ্বের নজর ভিন্ন দিকে ঘোরানোর উদ্দেশ্যেই পরমাণু যুদ্ধ করতে পারে ভারত। তাদের পরমাণু অস্ত্র অন্য দেশগুলির জন্য কতটা নিরাপদ তা বিশ্ব নেতৃবৃন্দকে বিবেচনা করতে হবে। কারণ পরমাণু যুদ্ধের প্রভাব শুধুমাত্র এই অঞ্চলেই নয়, বিশ্বের অন্যান্য রাষ্ট্রেও এ যুদ্ধের প্রভাব পরবে।

শনিবার ভারতের পরমাণু হামলা মোকাবেলায় পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছিল পাকিস্তান।

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গতকাল ইমরান সরকারের শীর্ষ স্তরের মন্ত্রী, অফিসার ও উচ্চপদস্থ সেনাকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তার পরেই যৌথ সাংবাদিক সম্মেলন করেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও সেনবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।

সেখানে গফুর বলেন,‘এই ব্যাপারে আমাদের সন্দেহটা হালে খুবই জোরালো হয়েছে যে, কাশ্মীর থেকে সমগ্র বিশ্বের নজর ঘোরাতে বড়সড় পরমাণু হানাদারি চালাতে পারে ভারত। তবে তার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’

মেজর জেনারেল গফুর আরো জানান, ভারত জোর করেই যুদ্ধ বাধিয়ে দিতে পারে। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় প্রচুর সেনা মোতায়েন করেছে পাকিস্তান।

পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি জানান, কাশ্মীর পরিস্থিতির উপর কড়া নজর রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ কাশ্মীর সেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুরেশি বলেন,‘কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে বিশ্বকে অবহিত করতে যে সব দেশে পাক দূতাবাস রয়েছে, তার প্রত্যেকটিতেই কয়েকজন বিশেষ দূত নিয়োগ করা হবে।’

ইতালির জাতীয় শ্রমিক আন্দোলন জাতীয়তাবাদ থেকে ফ্যাসিবাদ উত্থান হয়। ফ্যাসিবাদী রাষ্ট্রনায়কদের মধ্যে জার্মানির অ্যাডলফ হিটলার এবং ইতালির বেনিতো মুসোলিনি উল্লেখযোগ্য।

ঢাকাটাইমস/১৮ আগস্ট/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :