কাশিয়ানীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ১৯:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় হাবিব শরীফ (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এনায়েত হোসেন (৪৯) নামে অপর আরোহী।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব শরীফ একই উপজেলার বরাশুর গ্রামের তাহের শরীফের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানিয়েছেন, হাবিব শরীফ মোটরসাইকেল চালিয়ে কাশিয়ানীর ভাটিপাড়া থেকে গোপালগঞ্জ আসছিলেন। পথিমধ্যে তাদের মোটর সাইকেলটি রাতইল এলাকা পৌঁছালে খুলনা থেকে ঢাকাগামী বাংলাদেশ সেনাবাহিনীর একটি বাসের (এসিডি-২৯-০-২১৫) সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে হাবিব শরীফ মারা যান এবং এনায়েত হোসেন মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত এনায়েত হোসেনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনায় কবলিত বাসের ড্রাইভার রাজু আহম্মেদ ও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

ঢাকাটাইমস/১৮আগস্ট/ইএস